আউল (Awl), ব্যাকিং হ্যামার, ব্র্যান্ড নিপার (Band Nipper)

 আউল (Awl): ইহা কাঠের হাতল বিশিষ্ট সরূ মাথা যুক্ত লোহার তৈরি এ ধরনের যন্ত্র বিশেষ সম্মাষণভাবে বইয়ের মেরুদণ্ডে মিস করার হয়।


ব্যাকিং হ্যামার: (Backing Hammer) অর্থ কেজি ওজন বিশিষ্ট লোহার তৈরি এক ধরনের হার (Hammer) যার সামনের দিক গোলাকার ও পেছনের দিত চ্যান্টো ও বাকানো। সাধারণভাবে যে কোন প্রভার আঘাত করার কাজে এটি ব্যবহৃত হয়। এছাড়াও বইয়ের মেরুদণ্ড গোলাকৃতি করার কাজে ব্যাকিং এর কাজে এ ধরনের হাতুরির প্রয়োজন হয় এ ধরনের হাতুরির সাথে কাঠের বা প্লাসটিকের লম্বা হাতল থাকে।





ব্র্যান্ড নিপার (Band Nipper): এটি লোহার তৈরি দেখতে প্লাসের মত একটি যন্ত্র সামনের অংশ সমতল এবং দুই ভাগে বিভক্ত। পেছনের দিকে দুই ভাগে বিভক্ত হ্যান্ডেল থাকে। হ্যান্ডেলম্বয় চাপ দিয়ে একটি অপরটির যত কাছে আনা হবে সামনের সমতল দুই অংশের মধ্যে ফাক তত কমবে। এটি কোন বস্তুকে চাপ দেয়ার কাজে বা চেপে ধরে কাজ করার কাজে ব্যবহৃত হয়। যে বস্তুকে চাপ দিতে হবে তা এটির সামনের অংশের মুখের ভেতর প্রবেশ করিয়ে নিতে হবে এবং পেছনের হাতলায় এ চাপ দিতে হবে।

Please Select Embedded Mode For Blogger Comments

Previous Post Next Post