বাধাই শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি মেশিন ও কাঁচামাল

বাধাই শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি মেশিন ও কাঁচামাল (Equipment Machine and Rawmaterials used in Binding Industry)


১। ভূমিকা (Introduction):


বাধাই শিল্পে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি, মেশিন ও কাঁচামাল ব্যবহৃত হয় সাবহৃত যন্ত্রপাতি, মেশিন ও কাঁচামালের গুণগতমানের ওপর বাঁধাই এর মান অনেকাংশে নির্ভরশীল। ব্যবহৃত যন্ত্রপাতি ও মেশিনের মধ্যে কোনটি পারে এবং আয়তনে ছেটি আবার কোনটি অত্যন্ত বড় আয়তনের এবং অত্যন্ত দামি। নিম্নে বাধাই শিল্পে যে সব যন্ত্রপাতি, মেশিন ও কাঁচামাল ব্যবহৃত হয় সেগুলো সম্বন্ধে অতি সংক্ষিপ্ত পরিচয় দেয়া হল:


২। যন্ত্রপাতি (Equipment):


আমার ফাই (Circular File) 4G Fষ থেকে ৬মিনি ব্যাসসম্পন্ন হয়ে থাকে। এর সাথে কাঠের হ্যান্ডেল বা করাতের মত ফ্রেম লাগানো থাকে। ইহা সেকশনের পেছনের অংশে সূতা বসানোর জন্যে প্রুভ (Groove) বঁটার কাজে ব্যবহৃত হয়।



Please Select Embedded Mode For Blogger Comments

Previous Post Next Post